বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরের এক আম বাগান থেকে উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত দেহ। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল বৈষ্ণবনগর থানা এলাকার বীরনগর রাধানাথ টোলা এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণব নগর থানার পুলিশ।
জানা গিয়েছে, সোমবার সকালে বৈষ্ণবনগর থানা এলাকার বীরনগর রাধানাথ টোলা এলাকার বেশ কয়েকজন বাসিন্দা মাঠের দিকে গেলে আম বাগানে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখতে পান। তার চোখে মুখে লেগে রয়েছে রক্ত। ঘটনার খবর দ্রুত পুলিশকে দেন স্থানীয়রা। ছুটে আসে পুলিশ। জানা যায়, মৃত ব্যক্তির নাম ফুলচাঁদ মন্ডল (৪২)। তিনি ১৮ মাইল জালাদিটোলা গ্রামের বাসিন্দা। বাড়ি থেকে ২ কিমি দূরে উদ্ধার হয় তার রক্তাক্ত দেহ। পুলিশ এসে ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পরে তদন্তের জন্য ঘটনাস্থলে আসেন এএসপি রুরাল আলি আবু বক্কর টিটি ও কালিয়াচকের এসডিপিও ফয়জল রেজা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।